সাধারণ বিজ্ঞান MCQ in Bangla – General Science MCQ for Competitive Exams প্রশ্নোত্তরগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
#1. যখন সবুজ রঙের লৌহঘটিত সালফেট স্ফটিক গুলিকে উত্তপ্ত করা হয় তখন স্ফটিকের রঙ পরিবর্তিত হয় কারণ
#2. নিচের কোনটো সংযোগ বিক্রিয়া নয়?
#3. যখন লোহার পেরেক কপার সালফেটের দ্রবণে 2-3 ঘণ্টা রাখা হয় এবং বের করে ধুয়ে ফেলা হয়। লোহার পেরেকর রং হবে-
#4. সোডিয়াম সাপফেট দ্ররণের সাথে বেরিয়াম ক্লোরাইড মেশানো হলে নিচের কোনটি সঠিক নয়
#5. নিম্নোক্ত ধাতুগুলোর মধ্যে কোন ধাতুটি অক্সিজেনের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে?
#6. লোহার ফ্রাইং প্যানের (লোহার তাওয়া) মরচে ধরার প্রতিরোধক নিম্নোক্ত কোন প্রক্রিয়াটি উপযুক্ত হবে?
#7. একটি মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত হইয়া একটি যৌগ উৎপন্ন করে। যৌগটি উচ্চ গলনাঙ্কের। যৌগটি জলে দ্রবণীয়। মৌল সম্ভবত:
#8. সালফাইড আকর হইতে ধাতু নিষ্কাশন করিতে আকরটিকে ধাতব অক্সাইড পরিবর্তিত করা হয়। এই পদ্ধতিকে বলা হয়—
#9. নিচের কোন লবণে স্ফটিকের জল থাকে না
#10. সোডিয়াম কার্বনেট একটি মৌলিক লবণ কারণ এটি
Result In Last Page. Click On Next Page.